কিছুদিন ধরেই বুটেক্সে আইপিই ডিপার্টমেন্ট চালু নিয়ে অনেকেরই আলোচনা সমালোচনা পরিলক্ষিত হয়েছে। অনেকেই এটার তীব্র বিরোধিতা করেছেন হঠাৎ করেই কেন নতুন ডিপার্টমেন্ট চালু করা হলো, বিদ্যমান ডিপার্টমেন্টগুলোর ডেভলপমেন্ট না করেই, আবার কিইবা প্রয়োজন ছিল বুটেক্সে এই ডিপার্টমেন্ট চালু করার।
বরাবরের মতই আমি তাদের সাথে ভিন্নমত পোষন করলাম, বুটেক্স নিয়ে কমবেশি আলোচনা, সমালোচনা সেই স্টুডেণ্ট লাইফ থেকেই করে আসছি।
তবে আমাদের ক্যাম্পাস, এডমিনেস্ট্রেশন, টিচারদের অদক্ষতা এসব কিছু যেন কখনোই আমাদের স্টুডেন্টদের দুর্বলতাকে ছাপিয়ে প্রাধান্য না পায়......
দেরিতে হলেও বুটেক্স কর্তৃপক্ষের ইন্ডাস্টিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চালুর সিন্ধান্তটা একটা সময়োপযোগী সিন্ধান্ত। বিশ্ববিদ্যালয় ২-১ টা ডিপার্টমেন্ট দিয়ে হয়না প্রয়োজন ডাইভার্সিফিকেশন তথা পরিপুর্ন প্যাকেজ, যেহেতু আমাদেরটা স্পেশালাইশড ইউনিভার্সিটি,তবুও টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের সবগুলো ডিপার্টমেন্ট যেমন এইচ আর, কমার্শিয়াল এবং একাউন্টিং, বিজনেস প্লানিং এবং অন্যান্ন ডিপার্টমেন্ট চালানোর মত দক্ষ প্রফেশনাল যেন এই ক্যাম্পাস থেকেই গড়ে উঠে আমাদের ফোকাসিং সেদিকেই হওয়া উচিত।কারন এর নাম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র বাংলাদেশ টেক্সটাইল প্রোকৌশল বিশ্ববিদ্যালয় নয়, যেন এখান থেকে শুধুই প্রকৌশলী বের হবে।
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্টিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা পুরোটাই শাহজালাল ইউনিভার্সিটির দখলে চলে যাচ্ছে। আইপিই ডিপার্টমেন্ট এবং গার্মেন্টস প্রোডাকশন ডিপার্টমেন্টে বুটেক্সের আইপিইর ছেলেরা অবশ্যই অনেক ভাল করবে, যদি বুটেক্স থেকে প্রতি ব্যাচে ৪৪০ জন স্টুডেন্ট বের হয় কিছুদিন পরে ডায়িং, নিটিং প্রডাশন এবং মাসেন্ডাইজিং সেক্টরে জব ভ্যাকেন্সি থাকবেনা...
টেক্সটাইল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা চালু করা হয়েছিল যাতে টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের এইচ আর ডিপার্টমেন্টও আমাদের হাতে চলে আসে, আমরা কেউই এই ডিপার্টমেন্টে জয়েন করিনি সেটা আমাদের ব্যার্থতা।
তেমনি ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্ট নিয়ে কারও কোন কনফিউশন থাকার কথা নয়, একজন ফ্যাশন ডিজাইনার, ম্যার্সেন্ডাইজিং এর প্রডাক্ট ডেভলপমেট থেকে শুরু করে মাল্টিন্যাশনাল ব্যায়িং হাউসগুলোতে গার্মেন্টেসের আর্টওয়ার্ক ডিজাইনার,ফ্যাশন ডিজাইনার, গার্মেন্টস টেকনোলজিস্ট হিসেবে জব করতে পারবেন।
টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে বুটেক্সের যেকোন ডিপার্টমেন্টের যেকোন স্টুডেন্টই বেটার পারফর্ম করতে পারবে। সেটার জন্য একটাই ফ্যাক্টর, আমরা নতুন সেক্টরে নিজেদেরকে প্রমান করার জন্য মানসিক ভাবে কতটা প্রস্তুত!!
এখনো বুটেক্সের নতুন কিছু ডিপার্টমন্ট চালু করা অত্যাবশ্যকীয়ঃ
০১. ডিপার্টমেন্ট অভ পলিমার ইঞ্জিনিয়ারিং
০২. ফেব্রিক ডিপার্টমেন্টকে পৃথক করে ডিপার্টমেন্ট অভ নিটিং এবং ডিপার্টমেন্ট অভ উইভিং চালু করে আরও স্পেশালাইড করা।
০৩. ডিপার্টমেন্ট অভ ম্যাট্রিয়াল ম্যানেজমেন্ট এন্ড টেস্টিং
০৪. ডিপার্টমেন্ট অভ টেক্সটাইল একাউন্টিং এন্ড ফিনান্স
০৫. ডিপার্টমেন্ট অভ টেকনিক্যাল টেক্সটাইলস
০৬. ডিপার্টমেন্ট অভ প্রডাকশন প্লানিং এন্ড কন্ট্রোল
বরাবরের মতই আমি তাদের সাথে ভিন্নমত পোষন করলাম, বুটেক্স নিয়ে কমবেশি আলোচনা, সমালোচনা সেই স্টুডেণ্ট লাইফ থেকেই করে আসছি।
তবে আমাদের ক্যাম্পাস, এডমিনেস্ট্রেশন, টিচারদের অদক্ষতা এসব কিছু যেন কখনোই আমাদের স্টুডেন্টদের দুর্বলতাকে ছাপিয়ে প্রাধান্য না পায়......
দেরিতে হলেও বুটেক্স কর্তৃপক্ষের ইন্ডাস্টিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চালুর সিন্ধান্তটা একটা সময়োপযোগী সিন্ধান্ত। বিশ্ববিদ্যালয় ২-১ টা ডিপার্টমেন্ট দিয়ে হয়না প্রয়োজন ডাইভার্সিফিকেশন তথা পরিপুর্ন প্যাকেজ, যেহেতু আমাদেরটা স্পেশালাইশড ইউনিভার্সিটি,তবুও টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের সবগুলো ডিপার্টমেন্ট যেমন এইচ আর, কমার্শিয়াল এবং একাউন্টিং, বিজনেস প্লানিং এবং অন্যান্ন ডিপার্টমেন্ট চালানোর মত দক্ষ প্রফেশনাল যেন এই ক্যাম্পাস থেকেই গড়ে উঠে আমাদের ফোকাসিং সেদিকেই হওয়া উচিত।কারন এর নাম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র বাংলাদেশ টেক্সটাইল প্রোকৌশল বিশ্ববিদ্যালয় নয়, যেন এখান থেকে শুধুই প্রকৌশলী বের হবে।
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্টিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা পুরোটাই শাহজালাল ইউনিভার্সিটির দখলে চলে যাচ্ছে। আইপিই ডিপার্টমেন্ট এবং গার্মেন্টস প্রোডাকশন ডিপার্টমেন্টে বুটেক্সের আইপিইর ছেলেরা অবশ্যই অনেক ভাল করবে, যদি বুটেক্স থেকে প্রতি ব্যাচে ৪৪০ জন স্টুডেন্ট বের হয় কিছুদিন পরে ডায়িং, নিটিং প্রডাশন এবং মাসেন্ডাইজিং সেক্টরে জব ভ্যাকেন্সি থাকবেনা...
টেক্সটাইল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা চালু করা হয়েছিল যাতে টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের এইচ আর ডিপার্টমেন্টও আমাদের হাতে চলে আসে, আমরা কেউই এই ডিপার্টমেন্টে জয়েন করিনি সেটা আমাদের ব্যার্থতা।
তেমনি ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্ট নিয়ে কারও কোন কনফিউশন থাকার কথা নয়, একজন ফ্যাশন ডিজাইনার, ম্যার্সেন্ডাইজিং এর প্রডাক্ট ডেভলপমেট থেকে শুরু করে মাল্টিন্যাশনাল ব্যায়িং হাউসগুলোতে গার্মেন্টেসের আর্টওয়ার্ক ডিজাইনার,ফ্যাশন ডিজাইনার, গার্মেন্টস টেকনোলজিস্ট হিসেবে জব করতে পারবেন।
টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে বুটেক্সের যেকোন ডিপার্টমেন্টের যেকোন স্টুডেন্টই বেটার পারফর্ম করতে পারবে। সেটার জন্য একটাই ফ্যাক্টর, আমরা নতুন সেক্টরে নিজেদেরকে প্রমান করার জন্য মানসিক ভাবে কতটা প্রস্তুত!!
এখনো বুটেক্সের নতুন কিছু ডিপার্টমন্ট চালু করা অত্যাবশ্যকীয়ঃ
০১. ডিপার্টমেন্ট অভ পলিমার ইঞ্জিনিয়ারিং
০২. ফেব্রিক ডিপার্টমেন্টকে পৃথক করে ডিপার্টমেন্ট অভ নিটিং এবং ডিপার্টমেন্ট অভ উইভিং চালু করে আরও স্পেশালাইড করা।
০৩. ডিপার্টমেন্ট অভ ম্যাট্রিয়াল ম্যানেজমেন্ট এন্ড টেস্টিং
০৪. ডিপার্টমেন্ট অভ টেক্সটাইল একাউন্টিং এন্ড ফিনান্স
০৫. ডিপার্টমেন্ট অভ টেকনিক্যাল টেক্সটাইলস
০৬. ডিপার্টমেন্ট অভ প্রডাকশন প্লানিং এন্ড কন্ট্রোল
No comments:
Post a Comment